*
   মারবো কাকে, মরছি নিজে
উলটো-পালটা ভাবনা কী যে!
          বুদবুদের জীবন
           পাঠাবে সমন
    তারচে' বরং ভালোবাসি  
   ওদের মুখে ফোটাই হাসি।


   দুদিনের এই খেলা ঘরে
   আসে কর্ম করার তরে।
         বিধিবদ্ধ দিন
       শোধ হবে না ঋণ
   তবু আপন আপন করে।


   অহংকারের কী বা আছে
  কেউ রবে না তখন কাছে।
        প্রকৃতি সব দেয়
      আবার কেড়ে নেয়
   নিঃস্ব হয়ে ফিরে যাবে
  বিদেহী এক তকমা পাবে।