যেমন দাঁড়িপাল্লা তেমন বাটখারা
অজিত কুমার কর


ঠিক নেই বাটখারা মাল দাও কম
দাঁড়িটার এ কী দশা লাগে না শরম?
হিসেবটা করো ঠিক দাও না তো ছাড়
যদি বলি কম দেব নাড়াবেই ঘাড়।


অনেকে চালায় দেখি চোরাকারবার
সব মাল কম দেয় চুরি ধরা ভার।
সাথে করে নিয়ে যাব দাঁড়ি বাটখারা
বলবো ওজন করি ধড়িবাজ যারা।


হাতেনাতে ধরে ফেলি ভজহরি দে কে
দেখিয়ে দিলাম চুরি আমি লোক ডেকে।
কান ধরে বিশবার কর ওঠবোস
নিজমুখে বল তুমি, 'এ আমার দোষ'।


নিজেকে শুধরে নিল ওই ভজহরি
কত লোক রোজ ঠকে ক'জনকে ধরি।
লোভে পাপ, পাপে হয় এ জীবন শেষ
পাপেভরা দিনলিপি বেদনা অশেষ।


© অজিত কুমার কর