আমি তো নগণ্য প্রভু দীন হতে দীন
তব কৃপাধন্য হয়ে বাঁচিতে যে চাই
ধনলিপ্সা নাহি প্রভু যেন বোধ পাই
প্রেম-ধৈর্য-সহিষ্ণুতা আনিবে সুদিন।
প্রজ্জ্বলিত দীপশিখা পতাকা উড্ডীন
জীবনযন্ত্রণা ভুলে স্বচ্ছতায় ধাই
নিয়ত জীবের সেবা যেন করে যাই
ধরাকে বাঁচাতে চাই চেষ্টা অন্তহীন ।


বাণী কি রহিবে শুধু পুস্তক-অন্দরে
জীবের কল্যাণে জানি রচিত এসব
সার্থকতা পাবে যদি রাখি হৃদে ধরে
দূষণের মাত্রা বাড়ে বিক্ষুব্ধ অর্ণব।
বাণীর সাধনে যদি মগ্ন থাকে মন
অচিরেই ধরা হবে শান্তির ভুবন।