*
ঋতুরাজের সব আয়োজন বৃষ্টিতে যায় ভেসে
    সব আনন্দ ক'রল মাটি অতর্কিতে এসে।
           ছিলেম আমি আশায় আশায়
           ভরিয়ে দেবো ভালোবাসায়
  বুঝতে পেরে ক'রলো কাবু বৃষ্টি ভালোবেসে।


  বৃষ্টি যখন নামল ঝেঁপে ছিলেম বসে পাশে
সে যে আমার শ্যামাঙ্গিনি, ফাগুন অবকাশে।
            উঠে যেতে চায়নি এ মন
           ফুলের বনে আমরা দুজন
একটিবারের জন্য কেবল এই মধুমাস আসে।


  ফিরে যেতে পারেনি ও' আমায় একা ফেলে
এমন সোহাগিনি কি আর সবার ভাগ্যে মেলে।
           ও' ছিল তাই যত্ন পেলাম
             তাড়াতাড়ি সুস্থ হলাম
দেখতে হবে এবার আঁধার কল্লোলিনী গেলে।


কোকিল যখন উঠবে ডেকে বসন্তিকার ভোরে
   তখন আমি রইবো পাশে স্বপ্নে ঘুমঘোরে।
             পূবের আকাশ যখন রাঙে
              তখন যদি ঘুম না ভাঙে
রাখবো তারে আপন করে জড়িয়ে প্রেমডোরে।