*
প্রদোষকালে গহিন বনে কেন এমন কান্না শুনি
কাউকে চোখে পড়ছে না তো মনে এবার প্রমাদ গুনি।
এদিকে যাই ওদিকে যাই কানটি রাখি সদাই খাড়া
এই অরণ্যে কে বা আছে কিছু শ্বাপদ পক্ষী ছাড়া।


ক্ষণেক আমি থমকে দাঁড়াই ঝরাপাতার কান্না এ তো
শুনবে কে বা মনের কথা বলে একটু শান্তি পেতো।
জীবন খাতার প্রতি পাতায় ঘটনা সব আছে লেখা
পড়ার লোকের অভাব বড় তেমন কারুর পায়নি দেখা।


জীবন জুড়ে কর্ম শুধুই লালনপালন লক্ষ্য রাখা
গাছের শরীর, ফুল ও ফলের মোটা সরু হাজার শাখা।
কালের নিয়ম বড়ই কঠিন নড়নচড়ন হয় না কভু
বিদায় নিতে হবেই তাকে যখন মলিন জবুথবু।


'তোমায় পেয়ে শুনিয়ে দিলাম এতদিনের মনের কথা
পাঠিয়ে দিয়ো এই বারতা কমবে তবেই একটু ব্যথা।'
'কথা দিলাম ধরবো কলম আমিও তো তোমার দলে
বিচিত্র এই ভূমন্ডলে ঝরা পাতায় সবাই দলে।'