কোনোক্রমে বেঁচেবর্তে আছি
কুসুমকলি অকালে যায় ঝরে
মানুষ যেন তুচ্ছ মশা মাছি
হত্যালীলা দেখি কেমন করে।


অসন্তোষের ছায়া চতুর্দিকে
স্ফুলিঙ্গতেই জাগে অগ্নিশিখা
দোষ এড়িয়ে যায় না থাকা টিকে
ইতিহাসে আছে এমন লিখা।


মানুষের আজ জলাঞ্জলি আশা
চিরটাকাল কাটবে কি এইভাবে
বিলাসী মন আছে দারুণ খাসা
অচিরে ঠিক রসাতলেই যাবে।


একটা কাজে ওরা ভীষণ পাকা
গুলিগুলো লাগছে শুধু বুকে
বুলি ঝেড়ে যায় না দেওয়া ঢাকা
শুইয়ে দিলে ল্যাঠাই গেল চুকে।