.                  ঝরনায় সান্ধ্যস্নান
                   অজিত কুমার কর


        আমি তখন মত্ত স্নানে পাহাড়ি ঝরনায়
     লাজে রাঙা হরিণী এক আমার পানে চায়।
                দেখেই হেসে লুটোপুটি
                 পলাশ রাঙা ওষ্ঠ দুটি
   লজ্জা কিসের আয় এদিকে জল ছিটাবি গা'য়।


   আকাশের ওই চন্দ্র ছাড়া কেউ তো কাছে নাই
      সূর্য কখন ডুবে গেছে তোরেই পেতে চাই।
                ‌করব দুজন জলকেলি
               পরনে তোর হলুদ চেলি
    স্বচ্ছ জলে পড়ছে ছায়া ব্যাকুল আমি তাই।


  চাঁদের আলো পাহাড়-গায়ে জ্যোৎস্না ভরা বন
‌   ঘাসের আগায় শিশির কণা ঝকমকে কেমন!
              পায়ে পায়ে এগিয়ে আসে
                লাস্যময়ী কেবল হাসে
     কী অপরূপ লাগছে আজি ওর কটিভূষণ।


    ডাঙায় উঠে নামাই জলে হাতটি ধরে ওর
  শুধাই ওকে আজকে কেন লজ্জা এতো তোর?
              জড়তা ওর কেটে গেল
             এবার দারুণ মজা পেল
    ডুবসাঁতারে দক্ষ ভীষণ খুলেই গেল দোর।