*
      জল বিহনে জীবন অচল সত্য, বাস্তবিক
     তরুলতা ছাড়াও জীবন অলীক কাল্পনিক।
                পেয় জলের এই অপচয়  
                  বাঞ্ছনীয় কখনো নয়
      শহর এবং শহরতলি দুটোই নির্বিকার
   প্রশাসনের গা-ছাড়া ভাব তাহলে দায় কার?
              এদিকে নেই লক্ষ্য নজর
                গুরুত্ব পায় অন্য খবর
     বেপরোয়া বৃক্ষচ্ছেদন করেও পাচ্ছে পার
     রাতের বেলা, দিবসেও করাতে দেয় ধার।


         সচেতন না হলে পরে নামবে বিপর্যয়
     ভূগর্ভের জল অতি অল্প তাইতো এত ভয়।
                অর্থ দিয়ে জল কিনে খায়
                 কী দুর্দশা মানুষের হায়!
        পরিণাম যে কী ভয়ঙ্কর বোঝেনি এখন
      বিপদ ঘন্টা যাচ্ছে বেজে ফুরাবে এই ধন।
               পুকুর ডোবায় ঘোলাটে জল
                  বিষণ্ণ মুখ, চোখ ছলছল
        তৃষ্ণা তবে মিটবে কীসে অগত্যা মরণ
       যত নষ্টের গোড়া মানুষ বিবেক বিসর্জন।