* ঝাঁকিতে তাঁর প্রভাত-রবি মিষ্টি হাসি মুখে
হাত ধরে মা'র হাঁটছে পথে খোকা পরম সুখে।
           নাইবা রইলো গরম জামা
            পুব আকাশে সুয্যি মামা
সকাল হলেই বেরোয় পথে যন্ত্রণা যে বুকে!


  বরবটি-শিম-পালং আছে রঙিন তাজা মুলো
আরো আছে ঝুড়ির ভিতর সবজি অনেকগুলো।
       ‌‌‌     পাড়ায় পাড়ায় যাবে এবার
           বাড়িয়ে দেবে যার যা নেবার
হাঁক দেবে জোর সবজি ছাড়া পাবেন পুজোর ফুল ও।


মা ঠাকুমা পাড়ার বধূ আসবে দুয়ার খুলে
পছন্দসই জিনিস পেয়ে ঠান্ডা যাবে ভুলে।
‌           বিক্রি হলে ফিরবে বাড়ি
         ‌‌‌   পা চালিয়ে তাড়াতাড়ি
উনুন জ্বেলে রান্না হবে রাখবে ঝাঁকি তুলে।


রোজ বিকেলে ঝাঁকি সাজায় সবজি যখন যেটা
   রাত পোহালে আবার শুরু নিত্যকর্ম এটা।
            এভাবেই তাঁর জীবন কাটে
             কখনো যায় বাজার হাটে
পথের পাশে ঝুপড়িতে দিন কাটায় মা ও বেটা।