ও প্রিয়া তুই গেলি কোথায়
পাচ্ছি না যে সাড়া
'ছানার মুখে দিচ্ছি খাবার
বলনা কীসের তাড়া।'


ভাবছি আমি বিল থেকে তোর
ফিরতে কেন দেরি
মনটা আমার ব্যাকুলি তাই
চাঁদমুখ না হেরি।


আকাশটাকে রাঙিয়ে দিয়ে
সূর্য গেল পাটে
অন্ধকারে ঝাপসা দেখিস
বিষাদে ক্ষণ কাটে।


সারাটা দিন উড়ে বেড়াই
সাঁঝেই আসি ফিরে
উঠছে বেড়ে তোর আদরে
রাখিস ওদের ঘিরে।


ওরাও এবার মেলবে ডানা
নীল আকাশের কোলে
এসব কথা ভাবি যখন
হৃদয় দোদুল দোলে।