জীবন কর্মময়
অজিত কুমার কর


ঘড়ির কাঁটা এগিয়ে চলে
সবাইকে কাজ করতে বলে
'করো, যেমন করছি,
পল অনুপল হচ্ছে অতীত
নষ্ট করা নয় সমুচিত
তাই তোমাদের বলছি।'


কর্ম করার জন্য জীবন
বিলাসিতায় নয়কো যাপন
হাতে সময় অল্প,
বয়স বাড়ে শক্তি কমে
ঘাটতি পড়ে তখন দমে
ফুরোবে সব গল্প।


পৃথিবীর তাপ যাচ্ছে বেড়ে
বিপদও তাই আসছে তেড়ে
পাবে না কেউ রেহাই,
তাপ কমাতে হবে আগে
মহাসাগর ফুঁসছে রাগে
জানিয়েছে 'নাসা'ই।


শেষণ করে অরণ্য তাপ
ভূমণ্ডলের কমে উত্তাপ
শরীর তখন শীতল,
বলুন সবাই 'কাটবো না গাছ
কেবল গ্যাসেই জ্বালাব আঁচ
পরিবেশ হোক অমল।'


যেন ভুলে না যাও শপথ
এ ব্যাপারে নয়কো দ্বিমত
শুভবোধ হোক উদয়,
সুস্থ দেহে বাঁচবো সবাই
এর বেশি আর কিছু না চাই
কর্মযোগ দেয় অভয় ।


© অজিত কুমার কর