জীবন ক্ষণস্থায়ী
অজিত কুমার কর


রূপের আগুন এখন মাঠে
তাইতো সময় মাঠেই কাটে
মনকে শুধাই আমি,
কেউ বসে নেই সবাই খাটে
সূর্যও যায় সাঁঝে পাটে
সময় বড়ই দামি।


উড়িস কেবল কাজ না করে
ব্যস্ত সবাই বাইরে ঘরে
মন দে এবার কাজে,
জল না দিলে মুকুল ঝরে
কী ক্ষতি হয় বুঝবি পরে
এখন দশটা বাজে।


বোধের ঘরে জ্বালা বাতি
কাটবে তবে আঁধার রাতি
সময় যাচ্ছে চলে,
কর্মযজ্ঞে মিলবে সাথি
সংঘবদ্ধ হবেই জাতি
তেল দিলে দীপ জ্বলে।


© অজিত কুমার কর