জীবনমরণ পণ


নে তুলে নে গাঁইতি শাবল
কারার প্রাচীর ভাঙতে হবে
রাত ফুরোবার আগেই যাব
মা'র হাসিমুখ দেখবি  তবে।


ডাক দিয়েছে বজ্র কণ্ঠে
চুরুলিয়ার কাজি নজরুল
সঙ্গে কবি নিজেও যাবে
শুনতে‌ আমি করিনি ভুল।


রণংদেহী মূর্তি কবির
মানব না আর অধীনতা
একটি পা-ও পিছোবো না
আনব দেশের স্বাধীনতা।


মায়ের পায়ের বেড়ি ভাঙতে
যায় যদি যাক যাকনা জীবন
বিন্দু রক্ত থাকতে দেহে
করব লড়াই করেছি পণ।


    #অজিত কুমার কর