জিরেনকাটের রস
অজিত কুমার কর


সকালসকাল চুমুক দিতে কার-না ভালো লাগে
জিরেনকাটের মিঠে খেজুর রসে
সূর্য ওঠার আগেই আমি তাই বিছানা ছেড়ে
ওর অপেক্ষায় দুয়ারে রই বসে।


হাঁক দেবে সে রস এনেছি এক্কেবারে তাজা
কে খেতে চাও এসো গেলাস নিয়ে
ঘুমিও না ওঠো এবার যখন যাব চলে
রইবে তখন হতাশায় তাকিয়ে।


এক গেলাসে মন ভরে না বলি দু' গ্লাস দিতে
শুধাই আমি আসবে আবার কবে?
আগামীকাল না আস তো পরশু চলে এসো
ছুটি আছে, দারুণ মজা হবে।


খাইয়ে মজা খেতেও মজা শিউলি ফোটায় হাসি
কচিকাঁচা বয়স্কদের মুখে
শীত না এলে কেউ কী পেতাম নলেনগুড়ের মোয়া
লুটছি মজা আছি পরম সুখে।