জলবিহনে গাছ বাঁচে না এ তো সবার জানা
তবু মানুষ বিবেকবিহীন চক্ষু থেকেও কানা।
লাখো লাখো খরচ করে লাগায় গাছের চারা
উদ্বোধনে বাড়তি খরচ পড়ে বিপুল সাড়া।


কত গাড়ি ঢক্কানিনাদ ওড়ায় কত বাণী
করবে কারা পরিচর্যা গোড়ায় দেবে পানি?
পুঁতে দিলেই উঠবে বেড়ে এসে ফলটি খাবে
দায়িত্ববোধ নেইকো যাদের তারাই এমন ভাবে।


জীবজগতের জিয়নকাঠি সবই তরুর কাছে
ফুল-পাতা-ফল শিকড়বাকড় সবই মজুদ গাছে।
পোঁতা চারার পরিচর্যা করবে যে সব মালি
সবার আগে নিয়োগ তাদের নয়কো জোড়াতালি।


এসোনা আজ সবাই মিলে দাঁড়াই তরুর পাশে
ওরা তো হাত বাড়িয়ে রাখে নিশ্বাসে-প্রশ্বাসে।
ওদের যদি লালন করি আপন মায়ের মতো
পৃথিবীটা বদলে যাবে দেখব সবুজ কতো।