জোছনাটুকুই দিয়ো দিয়ো না কলঙ্ক
নির্মল-পবিত্র-শান্ত সুন্দর জীবন
জগৎসংসার মাঝে সবাই আপন
থাকে যেন এই ভাব রেখো দূরে পঙ্ক।
মিনতি এটুকু শুধু ক’রো হে নিঃশঙ্ক
ফুলের সুরভি দিয়ে ভরে দিয়ো মন
রবে না অতৃপ্ত তবে মানবজীবন
আর যেন পায় তব স্নেহভরা-অঙ্ক।


জোছনা বিলিয়ে চাঁদ তবু দীপ্তিময়ী
দেওয়ার যে কী আনন্দ ক’জনা তা জানে
কিছু না রেখেই তো মা দেয় অকাতরে।
তবু তাঁর কত তৃপ্তি জননী চিন্ময়ী
কমে না ঐশ্বর্য্য দিলে জীবের কল্যাণে
প্রেমের অঝোর ধারা যেন সদা ঝরে।