যদি কেউ না থাকে
অজিত কুমার কর


চলার পথে বিপদ আপদ
না জানিয়েই আসে,
মুখ ফিরিয়ে কেউ চলে যায়
কেউ বা দাঁড়ায় পাশে।


উঠতে হবে আপন বলেই
যদি কেউ না থাকে,
মনে মনে ডেকো তখন
জন্মদাত্রী মা কে।


দেখবে তখন শক্তি পাবে
উঠবে ধুলো ঝেড়ে,
এভাবেই তো অন্য প্রাণীর
শাবক ওঠে বেড়ে।


স্বনির্ভর না হলে পরে
বিপদ পদে পদে,
সাঁতার যদি না জানো তো
নামবে কেন নদে?


পাঁক আছে না চোরাবালি
পরখ করে দেখ,
আপন অভিজ্ঞতা দিয়ে
চলতে চলতে শেখ।


© অজিত কুমার কর