জল আনতে যাচ্ছে খুকু
অজিত কুমার কর


জল আনতে যায় না খুকু একা
ভাইকে বলে, 'চল আমার সাথে
দেখতে পাবি কত শালুক ফোটে
সাথে গেলেই তুলেই দেবো হাতে।


সামনে খুকু পিছনে তাঁর ভাই
ছোটো কলশি নিয়েছে বাম কাঁখে
এগিয়ে চলে ওরা পুকুর ঘাটে
দুষ্টু যে ও, দিদি নজর রাখে।


~~~~~~~~~~~


ছড়া


জল আনতে যাবার জন্য
পরেছে লাল শাড়ি
বোনকে সাথে নিতেই হবে
না নিলে তাঁর আড়ি।


ভরা কলশি ঘটি নিয়ে
হাঁটছে পাশাপাশি
ছলকে পড়ার দৃশ্য দেখে
ওদের হাসাহাসি।


© অজিত কুমার কর