যুদ্ধ থেকে বিরত হও
অজিত কুমার কর


কান পেতে শোনো বাজে সাইরেন
সুড়ঙ্গে যেতে হবে,
না হলে এ প্রাণ লুটাবে ধুলায়
শেষ দিন আজ তবে।


রাজায় রাজায় যুদ্ধ হলেও
মরে সাধারণ লোক,
ওই রাজাদের তখন প্রকাশ
কুমিরের মতো শোক।


যুদ্ধ মানেই রক্তের হোলি
মায়ের আর্তনাদ,
চোখের সামনে মৃত সন্তান
জীবনটা বরবাদ।


পশ্চিমে আজ লেগেছে যুদ্ধ
গৃহহীন নরনারি,
শিশুর কান্না, প্রিয়ার বেদনা
বাতাস হয়েছে ভারী।


ইউক্রেন আর ওদিকে রাশিয়া
যুযুধান দুই দেশ।
বৃহৎ শক্তি ক্ষমতা দেখায়
চুনোপুঁটি হবে শেষ।


© অজিত কুমার কর