বছর ফুরিয়ে এলে আসে বড়দিন
চারিদিক হয়ে ওঠে আলোয় রঙিন।
শীতের আমেজটুকু করি উপভোগ
আসে না তো চিরদিন এমন সুযোগ।
জড় হই দলে দলে কৃপার আশায়
প্রভুর চরণ পেয়ে মন ভরে যায়।
অবতার রূপে তিনি দিয়েছেন ধরা
ওদের চরণস্পর্শে ধন্য এই ধরা।


‘কিছুই বোঝে না ওরা ক্ষমা করে দিয়ো
কৃপা করো ভগবান দোষ নাহি নিয়ো’।
নরেন-সারদা-বুদ্ধ জিশু-রামকৃষ্ণ
এসেছেন শ্রীচৈতন্য আর রাধাকৃষ্ণ।
‘যত মত তত পথ’ অমূল্য বচন
‘শিবজ্ঞানে জীবসেবা’ নর নারায়ণ।