জুলুমবাজ
অজিত কুমার কর


অনেক আছে আর কত চাই
অন্য দেশে হানা,
মরছে মানুষ বোমার ঘায়ে
নেই কি এটা জানা?


কেড়ে নিচ্ছ শান্তি ও সুখ
কোথায় যাবে তাঁরা,
বাঁচার জন্য বিদেশ পাড়ি
রইলো বেঁচে যারা।


পরিবেশের দফারফা
বিষেই ভরছে বায়ু,
পরিণামে যাচ্ছে কমে
জীবজগতের আয়ু।


গড়তে লাগে অনেক সময়
মুহূর্তে যায় ভাঙা,
মৃত্যুপুরীর করুণ দৃশ্য
প্রকৃতি-মা নাঙ্গা!


নিজে বাঁচো জীবন বাঁচাও
যুদ্ধ বন্ধ করো,
অবিলম্বে পায়রা ওড়াও
শ্বেত-পতাকা ধরো।


© অজিত কুমার কর