জ্বলল আলো
অজিত কুমার কর


নিষ্প্রভ ক্ষীণ তবু গর্ব
তমসা চৌচির,
একটুখানি সাহস পেয়ে
নীলাঞ্জনা স্থির।


মুহূর্তকে রাখল ধরে
পেলব দুটি কর,
ছাদের ওপর শুধু দুজন
স্তব্ধ চরাচর।


পৃথিবীর এই দুঃসময়ে
দেবীর আবির্ভাব,
বাহন বসে করছে জরিপ
কোথায় কী অভাব।


পরামর্শ করে দুজন
কাটাবে ঘোর রাত,
তখন পথবাতিগুলো
জ্বলল অকস্মাৎ।


© অজিত কুমার কর