জ্যোৎস্নাভরা সোহাগরাত


সোহাগরাতে পাশাপাশি দুজনে শুয়ে খাটে
থালার মত চাঁদ উঠেছে বিনিদ্র রাত কাটে।
তোমাকে আজ লাগছে দারুণ ঘোমটা এবার তোলো
কেমন করে দেখলে তুমি, কালো চশমা খোলো।


আমার চোখে ঘুম আসেনি বসেই আছে জেগে
ঘুমের ঘোরে বললে কি সব, 'বউ গিয়েছে ভেগে।'
এইতো আমি পাশেই আছি সেই শাড়িটা পরে
আসবে না তো ফিরে এ রাত জীবনে আর পরে।


তোমার রং তো দুধে-আলতা আমি ভীষণ কালো
ভাগ্য আমার সহায় ছিল বউ পেয়েছি ভালো।
অমন করে বলছ কেন রূপ কি ধুয়ে খাবে
ভালোবাসার টানে দেখো জীবন কেটে যাবে।


তুমি আসার পরেই এ ঘর পুরো বদলে গেছে
ঘরে-বাইরে মনের কোণে নতুন রং লেগেছে।
হনিমুনে আমরা যাব সমুদ্রসৈকতে
কাল বিকালে রওনা হব যাব সড়কপথে।


@ অজিত কুমার কর