কাল কাটাবো নন্দনে
অজিত কুমার কর


জীবের জীবন ক্ষণস্থায়ী
উড়াল দেবে দেবেই সে,
জানি আত্মা অবিনশ্বর
পুনর্জন্ম নেবেই সে।


যে-ক'টাদিন আছি ধরায়
মিলেমিশে থাকবো রে,
পরিশেষে যাবো আমরা
শ্মশানে বা কেউ গোরে।


অর্থলোভে আগ্রাসনে
জড়াবো না সংঘাতে,
হিংসা বিভেদ ভুলে আমরা
কাটাব দিন মৌতাতে।


প্রভুর কৃপা বর্ষিত হয়
সৃষ্ট জীবের উপরে,
প্রীতির ডোরে বাঁধলে সবায়
ফুটবে হাসি অধরে।


জীবন মানে আসা-যাওয়া
খেলবো ক'দিন ভুবনে,
এই পৃথিবী স্বর্গ হবে
ফুল ফোটাবো নন্দনে।


© অজিত কুমার কর