‘চরম অবহেলার পাত্র মা-বাবারা বঙ্গে’
লক্ষ্মী বলে, ‘আমায় নিয়ে মাতল কেমন রঙ্গে!
জননীরা কাঁদছে ঘরে মনে ভীষণ কষ্ট
কেউ বা চোখে আবছা দেখে সবকিছু অস্পষ্ট।


কেউ বা আবার বিতাড়িত কেমন ওদের  শিক্ষা!
ন’মাসে ছ’মাসে গিয়ে বাড়ায় মুষ্ঠিভিক্ষা।
খোঁজ করে না কেমন আছে ওরা কেমন পুত্র
যার জঠরে জন্ম ওদের ছিন্ন যোগসূত্র!


ভক্তি তো নেই ভড়ং শুধু দেয় না মাকে অন্ন
মাটির পুতুল কী বা দেবে পুজো কীসের জন্য!
কেন এমন ক’রছে ওরা কীসের প্রতি লক্ষ্য
কেবল আপন বিলাসব্যসন, বিদীর্ণ মা’র বক্ষ।


এভাবে কি চলতে পারে ধরাই হবে ধ্বংস
দুর্মতি বেশ বাড়বাড়ন্ত, মুখ ঢাকা দেয় কংস।
চাইছো কেবল অঢেল অর্থ, চাওনা এবার শান্তি
মা বাবাও রইবে সুখে, দূর ক'রো বিভ্রান্তি।’