১.সোনা ফেলে কাচ


কাচের পিছনে ছুটিস কেন রে সোনার প্রতিমা ফেলে
বুঝবি বুঝবি সময় এলেই কাচে হাত কেটে গেলে।
আলো দেখলেই অস্থির হয়ে ঝাঁপ দেয় শ্যামাপোকা
তোরে বলি মন বুঝবি কবে রে নয় তুই কচিখোকা।


২. প্রিজমের ঐশ্বর্য


রবিরশ্মির প্রতিসরণ উঠল ফুটে বর্ণালি
অতি তুচ্ছ উপকরণ কেবল কাচ এক ফালি।
ঘাপটি মেরে লুকিয়েছিল
ছোট্টো প্রিজম জানিয়ে দিল
সপ্ত রঙের সমাহারে প্রাপ্তি হল শ্বেত খালি।


৩. মন যদি হয় কাচের মতন


মন যদি হয় কাচের মতো স্বচ্ছ পরিষ্কার
মানুষ বলে গণ্য হবে অনন্য সম্ভার।
ফুটবে চোখে বিবেক-দ্যুতি
হৃদয় জুড়ে চাই আকুতি
উপলব্ধি হবে তখন  এ' বিশ্ব আপনার।


৪. চশমা


অস্পষ্ট ভাব গেছে কেটে স্পষ্ট দেখি সব
মাত্র দুটো কাঁচের টুকরো এমনই বৈভব।
হলুদ দেখি গাঢ় হলুদ নীলকে আরো নীল
হৃদয় আমার উঠল নেচে হর্ষ অনাবিল।


৫. কাচের দেয়াল


তোমার আমার মাঝে কাচের দেয়াল
সবকিছু দেখা যায় কথাই আড়াল।
চোখে মুখে ফুটে ওঠে কী কী তুমি চাও
দেয়ালে লাগাই ঠোঁট চুম্বন নাও।


৬. ছক্কায় ঝনঝন


ঝনঝন ঝনঝন জানালার কাচ
ছক্কা মেরেছে বলে উল্লাসে নাচ।
এগোবি না একটুও আয় সরে আয়
ধারাল কাঁচের গুঁড়া ফুটে যাবে পা'য়।


##অজিত কুমার কর