গীতিকবিতা
কাছে পেলে ছাড়ব না মা
অজিত কুমার কর


তোমার ছবি যখন দেখি হৃদয়ে দেয় নাড়া
ভাবলে আমার অবাক লাগে চলছি তুমি ছাড়া।
আমি ছিলাম ন্যাওটা তোমার
তোমার কাছেই যত আবদার
যেখানেই যাও আঁচলে টান বলতে, 'আসি, দাঁড়া'।
তোমার ছবি যখন দেখি হৃদয়ে দেয় নাড়া
ভাবলে আমার অবাক লাগে চলছি তুমি ছাড়া।


ভালো করেই জানো তুমি
আমি ভীষণ একা
মাঝেমধ্যে দাওনা কেন
এসে আমায় দেখা?


কাছে পেলে ছাড়ব না মা
বলবে তুমি, 'কান্না থামা'
আঁচলটাকে বাঁধবো পায়ে যতই থাকুক তাড়া।
তোমার ছবি যখন দেখি হৃদয়ে দেয় নাড়া
ভাবলে আমার অবাক লাগে চলছি তুমি ছাড়া।


© অজিত কুমার কর