*                  কদমকেশর


      এখন শ্রাবণ মাস কদমের মিঠে বাস
    ঝিরিঝিরি বরিষণ       হরষিত তনু মন
      বাতায়ন পাশে আমি অখন্ড অবকাশ।


  মেঘের আড়াল থেকে উঁকি মারে দিবাকর
ঘটবে কখন কী যে    কূল কোথা ভাবি নিজে
      চলছে বন্দিদশা কারাগার এই ঘর।


     প্রিয়তি কোথায় তুমি বিরহে সময় কাটে
   কদম ফুটেছে কত          ঝুরুঝুরু অবিরত
    মনে পড়ে খুব আজ বসে আছি নদীঘাটে।


      খোঁপাতে কদম ফুল নিরালায় দুইজন
এখন দুজনে দূরে      কোয়েল ডাকে না সুরে
      জানি না কাটবে কবে দুঃসময় এমন।


© অজিত কুমার কর