কাজে লাগো
অজিত কুমার কর


কে দেয় উঁকি কে দেয় টুকি
কম্বলে মুখ ঢাকা,
আমি অরুণ তাজা তরুণ
আমার দিকে তাকা।


উঠিবি কখন সকাল এখন
করবি কখন পড়া,
শুনবি নাকি ফুলকে ডাকি
ও' শোনাবে ছড়া।


হৃদয় দরাজ ওর কত কাজ
শিউলি ফোটে রাতে,
মন্ত্র কানে নিয়ম মানে
ঝরবে ভুঁয়ে প্রাতে।


কর্ম যতো সময় মতো
করতে পারে যারা,
বিপুল ভবে হর্ষে র'বে
সফল হবে তাঁরা।


আলস্য নয় প্রকৃতি কয়
জাগো সবাই জাগো,
ছুটছে নদী নিরবধি
এবার কাজে লাগো।


© অজিত কুমার কর