কালের খেয়া
অজিত কুমার কর


কাজের মধ্যে ডুবে আছি ফুরিয়ে যাবার নয়
ঘুম ভাঙলেই দেখি আমি নবীন সূর্যোদয়।
খেয়াতরি যেই পাঠাবে ফেলে সকল কাজ
উটবো গিয়ে ওই নৌকায় জানাই অধিরাজ।


মৃত্যুকে ভয় পাই না আমি পরম প্রশান্তির
চাওয়া-পাওয়া শেষ হয়েছে হয়েছি সুস্থির।
বাধা দেওয়ার আছে একজন আটকাবে সে পথ
সাবিত্রীর কি হয়েছিল ভগ্ন মনোরথ?


মুছে দিতে পারোনি তো সিঁদুর বেহুলার
হার মেনেছ সেদিন তুমি, ঘটল পুনর্বার।
সতীসাধ্বীর কী ক্ষমতা পেয়েছ বেশ টের
আমার বেলায় জিতবে নাকি হারবে তুমি ফের?


ছিনিয়ে নিতে গেলে তোমায় দিতেই পারে বেগ
আমি তখন স্থবির নীরব নেই কোনও উদ্বেগ।
কী ঘটনা ঘটবে সেদিন সবই অনিশ্চিত
হাঁটতে হবে তোমায় কিন্তু স্রোতের বিপরীত।


টাইফুনেও মাটির বাড়ি রয়ে যায় অটুট
মাগুর-শিঙি-শোল বা পাকাল হয়ে যায় হাতছুট।
জানি না কী ললাটলিখন কী যে ভবিষ্যৎ
স্বপ্ন দেখি, আমায় নিয়ে উড়ছে তোমার রথ।


© অজিত কুমার কর