আগের চেয়ে রূপসি তুই বাহির আবরণে
অন্তরে তোর কত ব্যথা জানে তা কয়জনে!
বাতাসে তোর এমন দূষণ অনিবার দুর্গতি
বাসা বাঁধে জটিল ব্যাধি, নিবে জীবনজ্যোতি।


গগনচুম্বী অট্টালিকা সবুজ ধ্বংস করে
ভাবছে মানুষ রইবে সুখে, অকালে যায় ঝরে।
পুকুর ডোবা যেটুক ছিল পড়ছে না আর চোখে
সবটুকু জল শুষেই নিল রক্তচোষা জোঁকে।


কল্লোলিনী শুনতে ভালো চমক লাগে মনে
ইচ্ছে করে যাই এখনি দূরে সোঁদরবনে।
খোলা আকাশ মুক্ত বাতাস এদিক-ওদিক নদী
একা একা দিতাম পাড়ি পানসি পেতাম যদি।


হাঁটাচলা বিপজ্জনক ছুটছে দ্রুত গাড়ি
চলার রাস্তা জবরদখল, দোকান সারি সারি।
এই যদি হয় অগ্রগতি, চাই না এমনতরো  
সবুজায়ন সর্বাগ্রে চাই, মোহিনী বেশ ধরো।