.             কল্লোলিনীর ঠিকানা


ঠিকানা চাই, দিচ্ছি আমি হাত বাড়িয়ে নাও
  সপ্তমীর চাঁদ উদয় হলে তবেই পা-বাড়াও।
          ঝিলের ধারে ঝাঁকড়া বকুল
           দেখবে তাতে ফুটেছে ফুল
তার থেকে হাত কুড়ি গিয়ে পূর্বদিকে যাও।


দেখতে পাবে কমলা রঙের বিরাট এক প্রাসাদ
ঊর্ধ্বপানে দেখবে চেয়ে মিটবে তোমার সাধ।
            ডাক দেবে না গুনবে প্রহর
            কল্লোলিনীর দোতলায় ঘর
ঝুল বারান্দায় দাঁড়ায় এসে ভাঙবে খুশির বাঁধ।


@ অজিত কুমার কর