*
পাহাড় আমায় হাতছানি দেয় ডাকে গহিন বন
চলনা সখী যাই দুজনে তোরেই চায় এ মন।
একই গাঁয়ে ঘর আমাদের নয়কো বেশি দূর
কংসাবতীর তীরে সে গ্রাম শুনব মিঠে সুর।


পাঠশালাতে পাশাপাশি উজল দুটি মুখ
পড়ার ফাঁকে খুনসুটিতে পেতাম কত সুখ।
যায়নি মুছে ও' সব স্মৃতি তেমনি উজ্জ্বল
সময় শুধু হারিয়ে গেছে ও' বড় চঞ্চল।


নিত্য নতুন  মুখচ্ছবি তুলির টানে পাই
ওটা ছাড়া তোকে দেখার উপায় কোনো নাই।
দূরত্বটা এখন অনেক ব্যস্ততা দিনভর
আজ এখানে কাল ওখানে কোথায় অবসর।


তবুও খুব ইচ্ছে করে ফিরুক তেমন দিন
মন এখনো সবুজ আছে হয়নি রে মলিন।
নদীর পাড়ে ফুল বাগিচায় আমি এবং তুই
আমার হাতে রক্ত গোলাপ তোর খোঁপাতে জুঁই।


কল্পনাতে ভেসে বেড়ায় চাইলে উড়ে যায়
হাতড়ে বেড়াই অন্ধকারে এ মন পিছু ধায়।