***
ওরে পটল             আমারে বল
        কোথায় চলে যাস
আমরা ফলাই       কিছুই না পাই
           যত্নে করি চাষ।


আগাম নিয়ে          গাছ লাগিয়ে
          খামার জেগে রই
পটল তুলি              বেদন ভুলি
           করি না হইচই।


নেইকো উপায়      সব নিয়ে যায়
          চোখে গড়ায় জল
এমন কপাল           কর্মে বহাল
          কী আর করি বল।


বছর বছর             একই খবর
        জীবন কেটে যায়
কলুর বলদ         পায় না দরদ
        আমরা নিরুপায়।
***