*              কাঁঠাল খাওয়ার আমন্ত্রণ
                     অজিত কুমার কর


কাঁঠাল গাছে ফুল ধরেনি চলছে এখন পূজোর মাস
                সময় হলে ধরবে ফুল
                ডালে ডালে দুলবে দুল
গানের কোলাজ ভেসে আসে মনকাননে দুলছে কাশ।
               পুজো আসে পুজো যায়
                মহানন্দে ঢাক বাজায়
আমার পুজো নিত্যদিনই পাই না খুঁজে অবকাশ।


এমন দাদা কোথায় পাব বড়ই মিঠে গলার স্বর
              কাঁচায় পাকায় নিমন্ত্রণ
              এখন থেকে উড়ছে মন
  দুর্গাপুজো চলছে ঠিকই তবু আমার শূন্য ঘর।
             চৈত্র সে তো অনেক দূর!
              করুণ মনোবীণার সুর
আকাঙ্ক্ষা যে সেঁতিয়ে যাবে একটুও আর সয় না তর।