সাগর-সলিলে গেল সব কিছু ভেসে
বিধ্বংসী সুউচ্চ ঢেউ একী সর্বনেশে!
শীতের সকাল বেলা সাগর-পুলিনে
নিমেষে বিষাদ রাশি এখনো ভুলিনে।
কে কোথায় গেল ভেসে ঠিকানা জানে না
কার খোঁজ নেবে কেবা সবাই অচেনা।
সাগর আবার শান্ত তরঙ্গবিহীন
পড়ে ধুধু বালুচর বাজে না তো বীন।


প্রকৃতির এ কী খেলা নির্মম সংহার
পালাবার পথ নাই রুদ্ররূপ তাঁর।
সাধ্য নাই মানবের রোধ করে একে
কালের করাল গ্রাসে যায় সব ঢেকে।
তবুও গরিমা কত মানবের চিতে
সাগরে সুনামি জাগে নীচে আচম্বিতে।