ভাত যত খায় মদ গেলে রোজ অনেক বেশি
কতদিন আর টিকবে শরীর কারণ দেশি।
নেশার জিনিস অভাব যখন চড়চাপাটি
মুখের আগল আলগা তখন ঝগড়াঝাঁটি।


দু’টাকায় চাল ওরা ঠিক পায় অভাবটা কী!
উচাটন মন, মদের দোকান, চোখকে ফাঁকি।
হারায় চেতন জাগবে যখন চলতি গাড়ি
দেহ টলমল, খিদে নেই আজ, ফিরলে বাড়ি।


একগুঁয়ে ভাব বুঝতে চায় না শরীরটাকে
পেট না ভরুক মদের বোতল আঁকড়ে রাখে।
মানুষ এখন খুব সচেতন কুৎসা রটে
অনাহার নয়, কারণ গিলেই মৃত্যু ঘটে।


এটা ওর দোষ, সবটা চাপায়, বুঝতে বাকি!
বাজায় ঢোলক, নিশান ওড়ায়, সব চালাকি।
যে ভাবেই হোক চেয়ার দখল সবার আগে
ওঁত পেতে তাই কখন কোথায় মড়ক লাগে।