*                                            
                প্রভাত হলেই কর্মযজ্ঞ শুরু
অনেকের কাজ বাঁধাধরা    কারো বা তা ভেবে করা
                শিক্ষার্থীর সম্মুখে রয় গুরু।
সারাজীবন চলতে থাকে অলক্ষ্যে কেউ হিসেব রাখে
                    ব্যর্থতা বা সাফল্য লাভ
                ওটা ভেবেই বুকটা দুরুদুরু।


               কর্ম শুরু জন্মলগ্ন থেকে
খেলাধুলা লেখাপড়া         নতুন কিছু জিনিস গড়া
           শিক্ষানবিশ মন দিয়ে সব শেখে।
বয়স বাড়ার সাথে সাথে     নিপুণতার মালা গাঁথে
                  কর্মযজ্ঞে সফল যারা
            জীবনযুদ্ধে কেবল তারাই টেকে।