.            কর্মময় জীবন
           অজিত কুমার কর


নদী ছুটে চলে    একা নিজ বলে
        যত বাধা সরে দূরে,
শিলা ভেঙে ফেলে নিয়ে যায়
ঠেলে
        বাঁকা পথে ঘুরে ঘুরে।


এই নীতি মেনে    নিয়ে যাবো টেনে
        হোক যত বোঝা ভারী,
লোক জেনে যাবে মনে জোর পাবে
         কত কাজ আমি পারি।


শুনি বুঝি শিখি    রীতি মেনে লিখি
        এঁকে ফেলি কিছু ছবি,
কেউ বলে ভালো মোছে যত কালো
        কেউ কেউ বলে কবি।


কেটে গেলে বেলা   শেষ হবে খেলা
        তাই লিখি দিনে রাতে,
জানি আমি জানি পাশে আছে বাণী
        নমি আমি রোজ প্রাতে।