ঘৃণার চোখে দেখে যে জন
প্রেমসাগরে ভাসাই তারে
অবাক হয়ে ভাবতে থাকে
‘এমনটি কি মানুষ পারে!


কোনও কথা মাখে না গা’য়
তাকিয়ে রয় হাস্যমুখে
বিপদ-আপদ ঝড়-বাদলে
বাড়ায় দু’হাত পরম সুখে।’


অমর আমরা কেউই নয়
সবারই তো স্বল্প আয়ু
বেঁচে থাকার রসদ জোগায়
গ্রহ-তারা জল ও বায়ু।


চিহ্ন যদি না রেখে যাই
বৃথা তবে ধরায় আসা
নিজের কাছে জবাবদিহি
কোথায় পাবো তেমন ভাষা।


কত কী যে করার আছে
সোনার চেয়ে সময় দামী
সারাজীবন শুধুই কর্ম
দেখছে সবই অন্তর্যামী।