বিদ্যাসাগর করুণাসিন্ধু
তেজোময় ঋষিবর
স্বনামধন্য স্বদেশপ্রেমিক
উজ্জ্বল দিবাকর।


দরিদ্রদের তাপিত হৃদয়ে
তোমার আসন পাতা
সদাসর্বদা বাড়িয়েছ হাত
তুমি সুমহান দাতা।


ভারতমাতার কৃতি সন্তান
জ্বালালে জ্ঞানের দীপ
অকূলপাথারে বিপন্ন যত
দেখল সবুজ দ্বীপ।


ছুটে গেছ তুমি মার আজ্ঞায়
তাঁর কাছে বারবার
এমন বিনয়ী মাতৃভক্ত
জগতে মেলে না আর।


বালবিধবার অশ্রু মুছিয়ে
ফুটিয়েছ মুখে হাসি
বহুবিয়ে রোধে দৃঢ় প্রত্যয়ী
করুণাসাগরে ভাসি।


চির নির্ভীক বাঙালিয়ানায়
আঁখি দুটি ঝকমক
অঙ্গে জড়ানো ধুতি ও চাদর
দেশি জুতা ঠকঠক।