কে আমি  


কোথায় ছিলাম, কেন এলাম, আমি যে কে, তাই জানি না
কোনোকিছু ঘটে না তো পৃথিবীতে কারণ বিনা।
মা'র জঠরে ছিলাম ন'মাস ভূমিষ্ঠ হই এটুক জানি
প্রাণের শুরু কখন থেকে অতীত নিয়ে টানাটানি।


খুব স্বাভাবিক প্রশ্ন এটা স্ত্রী আগে না পুরুষ আগে
বুঝতে শেখার পরেপরেই মগজে এই প্রশ্ন জাগে।
পরাগমিলন হলেই জানি  ফুল থেকে ফল গাছে ধরে
তাহলে তো একসাথে চাই, নাহলে ফল কেমন করে।


শিকড় তবে আদম-ইভে নাকি আরও অনেক পিছে
এ রহস্য উন্মোচনে নামছি নীচে, আরও নীচে।
এই পৃথিবীর জন্মলগ্নে যত রসদ মজুদ ছিল
হেরফের তো হয়নি আদৌ কেবল আকার বদলে নিল।


সমাধান কি করা যাবে নাকি প্রশ্ন থেকেই যাবে
পড়তে পড়তে ভাববে পাঠক, সত্যি জন্ম হয় কীভাবে।
নাকি ভাববে লোকটা পাগল এমন লিখেই হচ্ছে কবি
তাই ভেবেছি পাঠিয়ে দেব এই মগজের একটা ছবি।


##অজিত কুমার কর