আমি কে কীজন্য আসা এই অবনিতে
সুতীব্র ক্রন্দন দিয়ে যাত্রা হলো শুরু
জ্ঞানার্জন মা’র কাছে পরে অন্য গুরু
জীবন-প্রবাহ চলে শিল্প-নৃত্য-গীতে।
এবার দুর্গম পথ প্রতিদান দিতে
কর্মের পরিধি দেখে বক্ষ দুরুদুরু
সাহস জোগান তিনি, ‘ধীরে ঝুরুঝুরু
নিজেরে উজাড় করো সব পরহিতে।‘


ক্ষণস্থায়ী এ জীবন, নর নারায়ণ
আপনারে বলি আমি প্রেম বিতরিবে
জীবন সার্থক হবে সেব সর্বজীবে
যতক্ষণ দেহে প্রাণ করো নিবেদন।
ফুল দেয় ফল দেয় তরু নির্বিকার
জীবন বাঁচাতে দেয় শ্রেষ্ঠ উপহার।