হত্যা করে বীভৎস উল্লাস
নদীর চরে রইলো পড়ে পাঁচ বাঙালির লাশ।


ওরা ছিল নিরীহ নির্দোষ
খেটেখাওয়া মানুষ ওরা সহসা নির্ঘোষ।


জাঁকজমকে দেওয়ালি উৎসব
স্বজনহারা বাঙালিরা ভুলেই গেল সব!


নেতা হলে বিশ্বজোড়া শোক
কেউকেটা কেউ ছিল না যে, হতভাগা লোক!


গগনচুম্বী বানাচ্ছে মূর্তি
গদগদ শ্রদ্ধাভক্তি বাঁধভাঙা ফুর্তি।


উন্মাদনা বাড়ছে নিরন্তর
মন্দির চাই সবার আগে উন্নতি তারপর।


অস্তিত্বের আছে কি প্রমান ?
জেদের বশে ছুটছে মানুষ যাচ্ছে গেয়ে গান।


যত ইচ্ছা চালাও দেশে রথ
শান্তি কোথা, কে দেখাবে শান্তি ফেরার পথ?