ময়ূরপঙ্খী নায়ে কে ওই
মেঘের কোলে ভাসে রে
কেন এমন খুশির তুফান
ছাতিম ফুলে কাশে রে।


কীসের আভাস হিমেল বায়ে
শাপলা শালুক হাসে রে
শেফালি জুঁই ছড়ায় সুবাস
ভাদ্র আশ্বিন মাসে রে।


কার আশিসে জীবজগতের
সকল বিঘ্ন নাশে রে
প্রভাতবেলা মাণিক জ্বলে
কোমল দূর্বা ঘাসে রে।


বিপৎকালে কে দেয় প্রবোধ
সর্বদা রয় পাশে রে
তাঁর কাছে যে সবাই সমান
সবায় ভালোবাসে রে।


মায়ের সাথে সন্তানের যোগ
নিশ্বাসে প্রশ্বাসে রে
মর্ত্যবাসীর আকুল ডাকে
তাই তো নেমে আসে রে।