যে কুমারী দেবীরূপে পূজিতা হয় অষ্টমীতে
জীবন তাদের কেমন কাটে কে পারে তাঁর খবর দিতে।
একটি দিনের জন্য দেবী তারে কি কেউ মনে রাখে
সেই কিশোরী যুবতি হয় পুষ্প ফোটে গুল্মশাখে।


অশান্ত এই সমাজবুকে সকল মানুষ যাচ্ছে লড়ে
টানাপড়েন চলতে থাকে কেউ উড়ে যায় ঘূর্ণিঝড়ে।
ঐশীশক্তি তারা কি পায় যে ক্ষমতা দেবীর আছে
যার বলে সে বিজয়িনী হার মানে না কারুর কাছে।


যে ফুল দেবীর প্রতিমুর্তি, সুরক্ষাভার  তুমিই নিয়ো
কখন যে তাঁর বিপদ আসে রক্ষা করার শক্তি দিয়ো।
একটা অসুর মারলে তুমি অযুত অসুর রাস্তাঘাটে
বাইরে গেলে ফিরবে কখন ভয়তরাসে জীবন কাটে।


তোমার তো মা শক্তি অঢেল বিলিয়ে দাও সবার মাঝে
রক্ষাকবচ পেয়ে তারা লিপ্ত রবে মহৎ কাজে।
দিব্যদৃষ্টিপাতে তুমি সবকিছু তো জানতে পারো
বিরাজ করো সবার চিতে, কেমন ক’রে  আপনি হারো।