*
‌           ‌‌‌  ফাগুনের প্রথম প্রভাতে
           দাঁড়ায়ে রয়েছো ডালি হাতে
মৃদু পদধ্বনি ভাসে        আজি আকাশে বাতাসে
           ঝিকিমিকি তারা আঁখিপাতে।


          ‌‌‌‌    কতদিন দূরে দূরে ছিলে
             এত ব্যথা অকারনে দিলে
তাপাঙ্ক হিমাঙ্ক নীচে      ওঠে নামে আগেপিছে
             ছিলে বুঝি দিগন্তের নীলে!


              জড়তা এখন আর নাই
              বর্ণময় যেদিকে তাকাই
প্রস্ফুটিত কত ফুল          লাবণ্যের নেই তুল
            তুমি এলে কতকিছু পাই।


             লালে লাল শিমুল পলাশ
            ভেসে আসে কামিনীর বাস
ডালিয়া ও জারবেরা          মন ভালো করে এরা
            চোখে পড়ে প্রাণের উচ্ছ্বাস।


            ঝরে গেছে শেফালি হিজল
              দিঘি বুকে নাই শতদল
অবসন্ন সব কাশ               দীর্ঘদিন অবকাশ
            তুমি এসে ভরালে আঁচল।


                কলাবতী জারুল কুসুম
                প্রজাপতি দিয়ে যায় চুম
দোপাটি মেলেছে ডানা        মল্লিকার ভুরু টানা
                মধুপের টুটে গেছে ঘুম।


              ঋতুরাজ, যেয়ো নাকো আর
               চলে গেলে হারাবে বাহার
কোয়েলের মিঠে সুর           লাগে বড় সুমধুর
               তুমি এলে মন ভরে তার।


               কানে গেলে পাপিয়ার গান
                ভেঙে যায় প্রিয়তির মান
দূরে কার বাঁশি বাজে      ঠোঁট দুটি রাঙা লাজে
               প্রতীক্ষার হ'ল অবসান।