যাদের ওপর তদন্তভার করছে তারাই খেয়োখেয়ি
আস্থাটুকু খোয়াত না হ’তো যদি মিতব্যয়ী।
পা থেকে শির সবটুকুতে নালার পচা পাঁকের ছিটা
দুর্নীতিতে নিমজ্জিত টানছে কোলে খুব দামিটা।


হাজারগন্ডা কেলেঙ্কারি তলা থেকে উঠছে ভেসে
সুইস ব্যাংকে নিযুত কোটি রাখছে টাকা বেদম ঠেসে।
ও’সব টাকা দেশের টাকা আমজনতার শ্রমের দানে
গচ্ছিত ধন যাদের নামে, গোপন তথ্য সেইই জানে।


কোনোদিন কি প্রকাশ পাবে, না কি গোপন রয়েই যাবে
ফিরলে নাকি ও’সব টাকা লাখ পনেরো সবাই পাবে!
খুড়োর কলের কলাকৌশল জানে না কেউ, ভুলকি শুধু
কোনোদিনও স্বাদ পাবে না মরীচিকার মতোই ধু-ধু।


প্রতিশ্রুতির ঝরনাধারা, কেন এমন ধাপ্পাবাজি
অক্ষমতা প্রকাশ পেল কাজের বেলা কোথায় কাজি?
মনের কথা প্রকাশ করার ইচ্ছাটুকু সবার জাগে
প্রচারজগৎ বলুক আগে কবে এরা সুযোগ পাবে।