সকাল থেকে মেঘলা আকাশ        অঝোর বৃষ্টি ঠান্ডা বাতাস
        পথের পানে চেয়ে আছি তোর আশাতে সই
                     কেমনে একা রই।


ওদিকেও কি এমনতরো               পুকুর ডোবা ভরোভরো
        রাস্তাঘাট কি জলের তলায় বলনা রে তুই সই
                       কেমনে একা রই।


কলার ভেলা বানাই তবে              কে রয়েছে এমন কবে
           সারাটাদিন আটক ঘরে মন পড়ে না সই
                      কেমনে একা রই।


মেঘের ঘোমটা মাথায় দিয়ে             সূর্য আছে মুখ লুকিয়ে
         এখন আমায় আটকাবে কে যাচ্ছি আমি সই
                      কেমনে একা রই।


কলার ভেলা হাওয়ায় দোলে           বাংলামায়ের শীতল কোলে
            পৌঁছে যাবে আমার ভেলা তোর দুয়ারে সই
                           কেমনে একা রই।


তোর শেখানো গানের কলি                সুর মিলিয়ে আওড়ে চলি
            চোখের পাতায় উঠল ভেসে তোর ছবিটা সই
                         কেমনে একা রই।


ভিড়ল যখন আমার ভেলা                 ঘনায় আঁধার ফুরায় বেলা
            নূপুরধ্বনি শুনতে পেলাম এ নয় কারও সই
                          কেমনে একা রই।


আঁধার এবার গভীর হ’লো                 কুঞ্জে তোমার নিয়ে চলো
              সারাটা রাত দুজন মিলে মনের কথা কই
                           কেমনে একা রই।