কেমন বাঁধন


তোমার বাঁধন কেমনতরো
              বেড়াই আমি ঘুরে
পাহাড়ে যাই বনে ঘুরি
              ভাসি সমুদ্দুরে।
     পথের বাধা আপনি সরে
     বুঝি না তা কেমন করে
লক্ষ্যবস্তু নাগালে পাই  
              জানায় বাঁশির সুরে
সাহস জোগায় কে জানিনা
              আামার হৃদয় পুরে।


অদৃশ্য এক হাতের ছোঁয়ায়
              মেলে পথের দিশা
হৃদয় মাঝে তুফান তোলে
              উদগ্র জিগীষা
     পারে না কেউ বাধা দিতে
     পা থাকে ঠিক পাদানিতে
লাগাম থাকে শক্ত হাতে
             থাকেন তিনি দূরে
সবার প্রতি লক্ষ্য নজর
             সারা বিশ্ব জুড়ে।


##অজিত কুমার কর